গতকাল রাতে গোপালগঞ্জের নলডাঙ্গা রেলক্রসিং এ ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে । জানা যায় রমাকান্ত রায় (৬৫) নামে এক বৃদ্ধা ধর্মীয় সভায় যোগদিতে পাশের গ্রাম গোলাবাড়ীয়া যান । সভা শেষে আসার পথে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় । সকালে এলাকা বাসী রেল ক্রসিং এর উপর তার কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই)মাসুম খান জানান, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গোলাবাড়ীয়া গ্রামে ধর্মীয় সভায় যান বৃদ্ধ রমাকান্ত রায়।পরে সভা শেষে রাতে বাড়ী ফেরার পথে নলডাঙ্গা রেলক্রসিং পার হতে গেলে গোবরা রেলষ্টেশন থেকে কাড়ারগাতী স্টেশনগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলে নিহত হন ওই বৃদ্ধ।
পরে ভোরে এলাকাবাসী হাটতে বের হলে রেল লাইনের উপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, রেল লাইনে দূর্ঘটনার বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবে।