রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

আইন অধিকাংশে গরীব এবং দূর্বল লোকদের শাস্তি দেয়

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

চরম সত্য এটা যে মুলা চোরের ফাঁসি হয় পুকুর চোরের কিছুই হয়না । আইন সব সময় দূর্বল ও গরীব লোকদের শাস্তি দেয় সবল ও ধনীদের শাস্তি দেয়না । মাত্র কয়েক দিন আগে আমি  একটি রিপোর্ট লিখেছিলাম  ২লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে দিলেন টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য অফিসার । চায়না জাল দিয়ে মাছ ধরা সরকারি নিষেধ কারন এতে বড় মাছের সাধে সাধে ছোট মাছ গুলি ও ধরা পড়ে যা মাছের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করে দেয় । আর এর জন্য গরীবের ধার কর্যকরা বা গায়ের রক্ত পানি করা টাকায়  কেনা ২লক্ষ টাকার জাল জব্দ করে এনে পুড়িয়ে দিলেন । হয়ত ঐ গরীব দূর্বল লোকটির বলার বা কাঁদার যায়গাও নেই । কিন্ত আজ সরে জমিনে গিয়ে দেখলাম যে টুঙ্গিপাড়া বিলের খালে বাদ দিয়ে খাল সেচে মাছ ধরা হচ্ছে । এভাবে মাছ ধরায় অনেক ক্ষতি হয় । এতে মাছের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয় , খালে বাধ দেওয়ায় বিলের পানি নামতে পারে না বিলের পানি শুকায় না ফলে বিলে ফসল বোনা যায় না বিলে হাজার হাজার একর জমি অনাবাদী হয়ে পড়ে আছে প্রায় ২০/২৫ বছর । খাল সেচে ফেলায় খালের দুই পাশের জমির রোপন করা ধানে পানি দিতে না পারায় সে ধান পানির অভাবে মারা  যায় বা খারাপ হয়ে যায় । খালে মাছের জন্য সারা বছর কচুরিপানা আটকিয়ে রাখা  এবং বাধ দেওয়ার  ফলে খাল দিয়ে নৌকা চলাচল করা সম্ভব হয় না । বিলে খাল তৈরী করা হয় বিলের জমির ভাল ফসল ফলানোর জন্য । যাতে সময় মত পানি ওঠানো নামানো   ঠিক মত সেচ দেওয়া ফসল রোপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত পরিবহনের সহায়ক হিসাবে খাল উত্তম মাধ্যম হলে ও তা  কোন কাজে আসে না । অথচ এই সব সবল ও ধনী মৎস্যজীবিরা   আইনের ধরা ছোয়ার বাইরে থাকেন । এত ক্ষতি সত্যে ও এরা কোন শাস্তি পায় না । তাই আইন  অধিকাংশে গরীব এবং দূর্বল লোকদের শাস্তি দেয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর