গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারের ব্যবসায়ী রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার মোঃ অলি শরীফকে ৩০ হাজার টাকা জারিমানা করল গোপালগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার । আজ দুপুরে গোপালগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান দ্রব্য মূূল্যের উর্ধ্ব গতির কারনে পাটগাতী বাজারে অভিযান পরিচালনা করেন । অভিযান পরিচালনার সময় রূপচাঁদা সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল মুছে ফেলে বেশি দামে বিক্রি করার অধরাধে এ জরিমানা করা হয় । এসময় অন্যান্য ব্যবসায়ীদের নিকট অভিযান পরিচালনা করতে গেলে সব দোকান বন্ধ পাওয়া যায় । তবে সহকারী পরিচালক শামীম হাসান জানান দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি স্বাভাবিক রাখার জন্য তাদের এ অভিযান চলমান থাকবে ।