গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় পল্লী বিদ্যুতের হটকারী সিদ্ধান্তে অতিষ্ট টুঙ্গিপাড়া উপজেলার জনগন। টুঙ্গিপাড়ায় বিদ্যুতের কোন ঘারতি না থাকলেও সার্ভিসিং এর নামে প্রায়শই মাইকিং ব্যতিত বিদ্যুৎ বন্ধ করে রাখা হয় । এর মধ্যে রয়েছে বিদ্যুতের লাইন মেরামত , সংস্কার , সম্প্রসারণ , মান উন্নয়ন , ডাল পালা ছাটা ইত্যাদি । তবে সামন্য জনবল দিয়ে খুড়িয়ে খুড়িয়ে প্রতি নিয়ত ডালপালা ছাটার নামে বিদ্যুৎ বন্ধ না রেখে জনবল বাড়িয়ে স্বল্প সময়ে একদিন বা দুদিনে পুরো এলাকা সমাধান করা গেলে দুর্ভোগ কমত । সবচেয়ে আশ্চার্যের বিষয় টুঙ্গিপাড়ায় পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা থাকার পরও টুঙ্গিপাড়ায় কোন ভি আইপি আসলে টুঙ্গিপাড়া গ্রাম ব্যতিত প্রায় সব খানের বিদ্যুৎ বন্ধ রাখা হয় যাতে ভি আইপিদের কোন প্রকার বিদ্যুৎ সমস্যা তৈরি না হয় । ভি আইপি টুঙ্গিপাড়া ত্যাগ করার ২ ঘন্টা পরে বিদ্যুৎ সরবরহ চালু করা হয় । এতে টুঙ্গিপাড়ার সকল ব্যবসা বানিজ্য যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি জন জীবন ও দুর্বিসহ হয়ে উঠে । তাই এমন অবস্থা থেকে পরিত্রান চেয়ে কর্তৃ পক্ষের সু-দৃষ্টি কামনা করেন সাধারণ জনগন ও ব্যবসায়ী মহল ।