আজ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি-সৌধ মসজিদ কমপ্লেক্স এ বাংলাদেশ যুবলীগ টুঙ্গিপাড়া উপজেলা শাখার আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং জাতির জনকের পরিবারের সকলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। ইফতার পার্টিতে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহ্মেদ কচি সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক টুঙ্গিপাড়া পৌর যুবলীগের আহবায়ক মোঃ নুরুল ইসলাম যুগ্ন আহবায়ক নাজমুল হক সহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এসময় উক্ত ইফতার পার্টিতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস এবং শেখ পরিবারের শেখ সাঈদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।