সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুুঙ্গিপাড়ায় আজ টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  ভূমিহীন ও গৃহহীন ৮ টি পরিরার কে ঈদ উপহার দেন । সারা দেশে ভার্চুয়ালী  যোগাযোগের মাধ্যমে ঈদ উপহার সম্পন্ন করেন ।ঈদ উপহার হিসাবে তাদের কে জমি এবং গৃহ হস্তান্তর করেন । এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি সহ টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম , টুুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম , টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তন্ময় , উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী ,  টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের , সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ , ৫ ইউনিয়নের  চেয়ারম্যান গন ,  পূববর্তী উপহার পাওয়া ব্যক্তি এবং বর্তমানে উপহার প্রাপ্তির তালিকা ভূক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । যাদের কে আজ উপহার হস্তান্তর করা হয় তারা হলেন  , ১। শংকর বিশ্বাস পিতা – যতীন্দ্র নাথ বিশ্বাস , ২। অরুণ বিশ্বাস পিতা – যতীন্দ্র নাথ বিশ্বাস  ,৩।  বিধান বিশ্বাস পিতা- পঞ্চানন বিশ্বাস, ৪।শ্রী কৃষ্ণ দেবনাথ পিতা -মৃত – হরমোহন দেবনাথ, ৫। মিলন দাস – পিতা – ধিরেন দাস  ,৬। প্রকাশ বিশ্বাস – পিতা- পঞ্চানন বিশ্বাস ,৭। সনজিত দাস -পিতা- মিলন দাস এবং ৮।রেখা রানী বিশ্বাস -পিতা- প্রমথ বিশ্বাস , সকলের   -পেশা -ঋষি  এবং সাং- নিলফা , ৬নং ওয়ার্ড কুশলী ইউনিয়ন । এদের কে  জমির দলিল এবং গৃহ নম্বর  বুঝিয়ে দেওয়া হয় । তবে গৃহ নির্মান এখনো সম্পন্ন হয় নি । উপজেলা নির্বাহী অফিসার বলছেন ঈদের আগেই গৃহের সকল কর্ম সম্পন্ন করে তাদের বুঝিয়ে দিবেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর