বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

উপহারের স্বর্ণের নৌকা ফেরত দিয়ে প্রশংসিত খুলনা-৬ আসনের এমপি রশীদুজ্জামান

খুলনা থেকে ইকবাল
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

মো: ইকবাল হোসেন: স্কুল থেকে উপহার পাওয়া স্বর্ণের নৌকা কৃতি শিক্ষার্থীদের জন্য ফিরিয়ে দিয়েছেন খুলনা- ৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

 

বুধবার (১৭ জানুয়ারি) সকালে নবনির্বাচিত এ সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা পাইকগাছা শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যের এটাই ছিল প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে মো. রশীদুজ্জামানকে আড়াই আনা ওজনের একটি স্বর্ণের তৈরি নৌকা সাদৃশ কোট পিন উপহার দেওয়া হয়। তিনি উপহারটি সাদরে গ্রহণ করলেও উদ্বোধনী বক্তব্য শেষ করে স্বর্ণের উপহার কোট পিনটি বিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন।

 

এ সময় তিনি তাকে দেওয়া উপহারটি বিদ্যালয়ের কৃতী ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। নবনির্বাচিত সংসদ সদস্য উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে আরও ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেন বিদ্যালয়টিকে। এমন মহানুবতার জন্য উপস্থিত সকলের কাছে প্রশংসিত হন নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

 

এ ব্যাপারে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি রানী শীল বলেন, শপথ গ্রহণের পর বুধবার নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান আমাদের বিদ্যালয় মাঠে প্রথম ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। আমরা খুশি হয়ে তাকে স্বর্ণের তৈরি নৌকা সদৃশ একটি কোট পিন উপহার দিই। তিনি সেটি গ্রহণও করেন। তবে বক্তৃতা শেষে তিনি চলে যাওয়ার সময় তাকে দেওয়া উপহারটি ফেরত দিয়ে বিদ্যালয়ের কৃতী ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য বলেন। এ ছাড়া তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে বিদ্যালয়কে আরও ৫ হাজার টাকা অ

নুদান দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর