রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

‘মানব’ নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠান।

আব্দুল হাকিম গাজী খুলনা ডুমুরিয়া থেকেঃ
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৩৪ বার পড়া হয়েছে

আব্দুল হাকিম গাজী খুলনা ডুমুরিয়া থেকেঃ

খুলনা ডুমুরিয়া ‘মানব’একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর ২০২২-২০২৩ বছরের জন্য গঠিত নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠান হয়ে গেল এর নিজস্ব কার্যালয় মিরপুরে। শুক্রবার (এপ্রিল ৮) কোরআন তেলয়াতের মাধ্যমে বিকেল ৪ টায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পরিচয় পর্ব, তারপর নব গঠিত কমিটির সদস্যদেরকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
কে এম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল কবির। তিনি বলেন,’সংগঠনটি খুব বেশিদিন হয়নি, বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা অনেক দুস্থ ও অসহায়দের আমরা সহয়তা দিয়েছি। আমরা ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দুস্থ ও অসহায়দের পাশে থাকতে চাই।
সংগঠনের সাধারন সম্পাদক মোঃ: রেজাউল হক বলেন, বিগত দুইটি বছর আমরা কঠিন সময় পার করেছি। মহামারি করোনার কারনে আমাদের সাংগঠনিক কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়েছিল, আমরা এখন থেকে পূর্ণ উদ্দ্যমে কাজ শুরু করতে চাই।
সংগঠনের সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি সাহিদুল ইসলাম বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা একটি শক্তিশালী সংগঠন গড়তে চাই।
ইফতার শেষে মাগরিবের নামাজের পর সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মরহুম গাজী আব্দুস সালামের কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
২০২২-২৩ বৎসরের কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন, তারা হলেনঃ সভাপতি- এ এম কামরুল ইসলাম , সিনিয়র সহ-সভাপতি- মোঃ রেজাউল কবির, সহ-সভাপতি – এস এম শাহেদ হাসান , সহ-সভাপতি- ইলোরা পারভীন , সহ-সভাপতি- মোঃ মোস্তাফিজুর রহমান , সহ-সভাপতি – মোঃ আজিজুর রহমান খান, সাধারণ সম্পাদক- মোঃ: রেজাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক- কে এম শফিকুল ইসলাম, মোজাফফর হোসেন মিঠু, মোঃ আব্দুর রহমান, কোষাধ্যক্ষ-খান মোঃ সহিদুল ইসলাম সাঈদ, সহ-কোষাধ্যক্ষ- আইয়ুব হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক- মোঃ আব্দুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম , শিক্ষা সম্পাদক – আব্দুল জব্বার সরদার, সহ-শিক্ষা সম্পাদক- জি এম হাসানুজ্জামান , দপ্তর সম্পাদক- মোঃ আবিদ হোসেন খান, সহ-দপ্তর সম্পাদক- মোঃ আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক- কাইয়ুম মোড়ল, সহ প্রচার সম্পাদক – আনোয়ার হোসেন আকুঞ্জি, সহ-প্রচার সম্পাদক- আব্দুল হাকিম গাজী, আন্তর্জাতিক সম্পাদক- মোস্তাফিজুর রহমান মিঠু, আন্তর্জাতিক সম্পাদক- গৌতম কুমার কুন্ডু, স্বাস্থ্য সেবা সম্পাদক- ডাক্তার বিপ্লব মন্ডল, সহ-স্বাস্থ্য সেবা সম্পাদক- মোঃ শাহিনুর রহমান , সমাজ কল্যাণ ও কৃষি বিষয়ক সম্পাদক- রাসেল শেখ, সহ-সমাজকল্যাণ ও কৃষি বিষয়ক সম্পাদক- মোঃ: জিয়াউর রহমান, ক্রীড়া সম্পাদক- মোঃ শওকত হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক- খান মেজবাউল আলম টুটুল, তথ্য প্রযুক্তি সম্পাদক- পিন্টু কুমার বিশ্বাস, সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক – শামীম গোলদার, আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট শারমিন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক- গাজী জাহাঙ্গীর কবির, সহ ধর্ম বিষয়ক সম্পাদক- মোঃ কামরুল ইসলাম গাজী, পরিবেশ সম্পাদক- মোঃ শামীম, সহ-পরিবেশ সম্পাদক- মোঃ আতিয়ার রহমান, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক – মোঃ নাজমুল হোসেন, সহ-ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক- মোঃ মেহেদী হাসান, মহিলা সম্পাদিকা- চন্দ্রিকা বিশ্বাস, সহ-মহিলা সম্পাদিকা – আসমা আক্তার ও ডালিয়া জামান, সদস্য – মোঃ সাহিদুল ইসলাম, আমীর হামজা ও জি এম নাজমুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর