বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

বিএনপি আবারো সন্ত্রাসী দলের জানান দিল

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

আজ বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত এবং সরকার অনুমোদিত শান্তিপূর্ন কর্মসূচী মহাসমাবেশের নামে চরম নৈরাজ্য জ্বালাও পোড়াও  কর্মসূচী পালন করেছে। বিএনপির সমাবেশের পার্শ্ববতী রাস্তাদিয়া আওয়ামী লীগের কর্মীরা আওয়ামীলীগের শান্তিপূর্ন কর্মসূচীতে যোগদেবার জন্য গাড়ী করে যাবার সময় তাদের গাড়ী থামিয়ে গাড়ির ভিতর থেকে টৈনে নামিয়ে চরম ভাবে মার পিট করে । এ সময় পুলিশ এসে তদের উদ্ধার করলে  তারা দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে  তাদের শান্তিপূর্ন সমাবেশে চলে যান । এরপর বিএনপি কর্মীরা প্রধান বিচার পতির বাসভবনে গেট ভেঙ্গে ভিতরে ঢুকে ভাংচুর করেন ইট পাটকেল নিক্ষেপ করেন । এসময় পুলিশ বাধা দিলে পুলিশের উপর  বিএনপি কর্মীরা চড়াও হয় এবং তাদের  কে লক্ষ করে ইট পাটেক ছুরে  ও পুলিশ বক্সে আগুন সহ যানবাহন ভাংচুর করে এবং আগুন দেয় পুুলিশ হাসপালের  এ্যাম্বুলেন্স সহ গাড়ী , মটর সাইকেলে আগুন দেয় এবং হাসপালেও আগুন দেয় । পুলিশ তাদের কে নিয়ন্ত্রন করতে গেলে তারা দানবীয় কর্ম কন্ডে রুপ নেয় । এক জন পুলিশ কে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে ৪১ জন পুুলিশ কে আহত করে , তাদের রোশানল থেকে বাদ যায়নি সাংবাদিক ও যা নজির বিহীন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর