শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

Easy ফুল স্লিপ টিশার্ট হালকা শীতের ফ্যাশনেবল পোশাকটা কেমন হবে এ নিয়ে নানা রকম ভাবনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

ফ্যাশন সচেতন ছেলেদের কাছে ফুল স্লিপ টি-শার্ট জায়গা করে নিয়েছে সহজেই। কারণ হল, হালকা শীতে ফুল স্লিপ টি-শার্ট পরতে যেমন আরামদায়ক ঠিক তেমনি ফ্যাশনেবলও বটে। বিশেষ করে ফ্যাশনপ্রিয় কিশোর এবং তরুণদের কাছে ফ্যাশনেবল পোশাকের তালিকায় শীর্ষে রয়েছে ফুল স্লিপ টি-শার্ট। যদিও সব বয়সীরাই ফুল স্লিপ পরছেন এখন। অনেকে আবার ফুল স্লিপ পলো টি-শার্ট, হালকা সোয়েটার বা ডেনিম শার্টও পরে। ইজি ফ্যাশন ছেলেদের এক্সক্লুসিভ কালেকশনে সব সময় এগিয়ে। তাই এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে নতুন সাজে। এবাবের বিশেষ আয়োজনে রয়েছে রকমারি ফুল হাতা টি-শার্ট । ইজিতে আরো থাকছে ফুল হাতা পলো টি-শার্ট হুডি, জ্যাকেট ব্লেজার , এছাড়া সোয়েটার, জিন্স, গ্যাবার্ডিন, , কোর্টসহ নানা ট্রেন্ডি পোশাক তো আছেই। ট্রেন্ডি পোশাক হলেও ইজি’র বৈশিষ্ট অনুযায়ী সব পোশাকই পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। ঢাকা সহ সারাদেশে পাওয়া যাবে নান্দনিক সব বাহারি ডিজাইনের পোশাক । দেশের সব ইজি’র শোরুমে মিলছে শীতের এ বিশেষ আয়োজন। সকল পোশাক ইজি অনলাইন শপ পাওয়া যাবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর