গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার রামচন্দন পুর গ্রামে রইচ সেখ (৪০) পিতা-মৃতঃ হারুন সেখ এর ইটের আঘাতে একই গ্রামের সিরাজ শরীফ (৫০) পিতা-মৃতঃ আজিদ শরীপ ঘটনাস্থলেই মারা যান । জানা যায় আজ সকাল সারে ৭ টার দিকে রইচ সেখ রামচন্দন পুর বটতলা মেইন রোডের পাশে মসজিদের মিনারের উপর উঠে বসে থাকেন এবং মানুষ দেখলে ঢিল ছুড়েন । সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ায় মস্তিস্ক বিকৃত ছিলেন । তাকে ওখান থেকে নেমে আসার জন্য বলা হলে সে না নামায় সিরাজ শরীফ তাকে মই দিয়ে নামানোর জন্য মইতে উঠতে গেলে রইচ সেখ সিরাজ শরীফের মাথার উপর ইট ছুড়ে মারেন । এতে সিরাজ শরীফের মাধায় চরম ইনজুরি হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে রইচ সেখ কে খুজে পাননি । সে পলাতক আছে ।