রবিবার, ২৯ জুন ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে রাকা পপির রিলিজ হলো নতুন গান প্রেমনগর

নিজস্ব সংবাদদাতা ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মোঃ ইমরান হোসেন ইমু।

ঈদ উপলক্ষে “প্রেম নগর ” শিরোনামে রিলিজ হলো এ প্রজন্মের প্রতিভাবান কন্ঠশিল্পী রাকা পপির নতুন গান ।সম্প্রতি Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হয়েছে। গানের কথা লিখেছেন রামানন্দ সরকার। সুর করেছেন রাকা পপি নিজে।আর মিউজিক ডিরেক্টর আর জয় (মুম্বাই) এবং ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরি। । এর আগে “ও কালাচাঁন ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। একের পরে এক নতুন নতুন গান দিয়ে বাংলা সঙ্গীতের সম্ভারকে সমৃদ্ধ করে চলেছেন। তিনি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিত ভাবে গান করে চলেছেন । গানটি সংক্রান্তে এ শিল্পী বলেন যে, গানটির কথা অত্যন্ত চমৎকার। এটি একটি রিদমিক টাইপের গান। তার পূর্বের গানগুলোর মত এ গানটিও জনপ্রিয়তা পাবে বলে তিনি আশা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর