নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ আতাউর রহমান আতাঃ- নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলা বাজার এলাকায় পাগল নাথ মন্দিরের পূজারি তন্ময় মোহান্ত মহারাজের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ১৩,৭,২৪ ইং তারিখে সন্ধার পরপরই নিজ বাসভবনেই যথাযথ সময় পালিত হলো এবং সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন বর নিজেই।এই গায়ে হলুদে সুন্দর ও মনোরম পরিবেশে সকল আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে আশীর্বাদও করেছেন গায়ে হলুদের সমন্বয়ে । এই শুভ গায়ে হলুদের আশীর্বাদে আরও উপস্থিত ছিলেন মনোরঞ্জন দাস মনা সভাপতি রাধারাণী মন্দির,বকুল দাস সাধারণ সম্পাদক, মোঃ আরিফুর রহমান পিন্টু সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ ফতুল্লা থানা কমিটি ও আরো অনেক অন্যান প্রমুখ।